গৌরনদী
গৌরনদীর সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মান্না
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা সরিকল ইউনিয়নের ঐতিহ্যবাহী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা হাফিজুর রহমান (মান্না ) । স্থানীয় সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালণা কমিটির নব নির্বাচিত সভাপতির নাম প্রকাশ করেন। এতে সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির নব নির্বাচিত সভাপতি হন হাফিজুর রহমান মান্না ।
সরিকল ইউনিয়নে কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক দানবীর শিক্ষানুরাগী ও নারায়ণগঞ্জ-৪ এমপি শামীম ওসমান একান্ত সচিব হাফিজুর রহমান মান্না সরিকল ইউনিয়নের স্কুল-কলেজের গরীব ছাত্র/ ছাত্রী দের পরীক্ষার ফরম পূরনে আর্থিক অনুদান প্রদান ছাড়াও স্কুল কলেজ , মসজিদ মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে অসছেন। গরীব অসহায় মানুষকে সাহায্য প্রদান, মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের ক্রিকেট, ফুটবল খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন ভাবে সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। হাফিজুর রহমান মান্না জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ মন্ত্রী ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ ও কমিটির সকল সদস্য ও এলাকাবাসী প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।