গৌরনদী
জঙ্গিবাদ প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌরনদীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন)র গৌরনদী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে সুজনের গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার ম-ল, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি পৌর সুজনের সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার বিপ্লব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি উপজেলা সুজনের সহ-সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ উত্তম দাস, সাবেক প্রচার সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, প্রথম অলো বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের নেত্রী কবি ফাতেমা জান্নাত চাদনী, ঝরনা দাস লাবনী, প্রচার সম্পাদক মোঃ সোহরাব শরীফ, গৌরনদী অটোটেম্পু মালিক ও চালক সমবায় সমিতির সাধরন সম্পাদক ফারুক বেপারী, সহ-সম্পাদক ও উপজেলা আওয়ামী শ্রমিকলীগের নেতা আলী হোসেন, সাবেক সহ-সভাপতি হেমায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাবুল খান, সুজনের উপজেলা কমিটির সদস্য প্রেমানন্দ ঘারমী, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশেদ আহম্মেদ, প্রচার সম্পাদক এনায়েত হোসেন মুন্না, সাবেক প্রচার সম্পাদক নাসির উদ্দিন সৈকত, সাংবাদিক শামীম মীর, লোকমান হোসেন রাজু, পপলু খান, মনির সরদার প্রমূখ।