গৌরনদী
আগৈলঝাড়া প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের নেতা, কমীসহ ৫জন আহত। থানায় মামলা গ্রেফতার- ১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় একটি দোকানের ভিটির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের নেতা, কমীসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর পুলিশ ১জনকে গ্রেফতার করেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুর (ডাক্তারবাড়ী) বাজারের একটি দোকানের ভিটির বিরোধ নিয়ে অনুপ সরকারের সাথে শুক্রবার সকালে সৈকত হালদারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন রাতে অনুপ সরকারের নেতৃত্বে ৮-১০জনের একটি দল বাহাদুর বাজারের বসে সৈকত হালদারের উপর হামলা করে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে পার্থ সারথী হালদার,যতীন হালদার, মনোজ হালদারসহ ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিমল চন্দ্র হালদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ শ্যামল ঘটককে গ্রেফতার করেছে।