গৌরনদী
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক, যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে যুগান্তরের গৌরনদী উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা স্বজন সমাবেশ কার্যালয়ে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশের উপজেলা সভাপতি আব্দুস ছালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, গৌরনদী বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, সাধারন সম্পাদক মনীষ বিম্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি.এম বেল্লাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক এস.এম মোশারফ, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, সাবেক কৃষি সম্প্রসারন অফিসার ফখরুল আলম, জাতীয় দৈনিক পত্রিকার গৌরনদী এজেন্সীর মালিক মোঃ জামাল হাওলাদার, স্বজন সমাবেশের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক পার্থ হালদার, সাংগঠনিক সম্পাদক মিনয় কৃষ্ণ শিয়ালী, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন শোভন, সমাজসেবা সম্পাদক বিপুল ঘোষ, সহ-সমাজসেবা সম্পাদক পঙ্কজ কুন্ড প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিল্পপতি নুরুল ইসলাম তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।