বরিশাল
আগৈলঝাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের কালু ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর ষষ্ঠ শ্রেনীর ছাত্র নবিনুর ফকির (১৩) গোসল করতে গিয়ে সোমবার দুপুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারকি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের কালু ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর ষষ্ঠ শ্রেনীর ছাত্র নবিনুর ফকির (১৩) দুপুরে আগৈলঝাড়া উপজেলা পরিষদের পুকুরে অন্যান্য দিনের মতো সহপাঠিদের নিয়ে গোসল করতে যায়। স্কুল ছাত্র নবিনুর ফকিরের পিতা কালু ফকির জানান, গতকাল দুপুরে নবিনুর ৪/৫ সহপাঠি নিয়ে উপজেলা পুকুর গোসল করতে নামে। গোসল শেষে বন্ধুরা পুকুর থেকে উঠে আসলেও নবিনুর দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তাকে না পেয়ে ডাক চিৎকার দিলে আশা পাশের লোকজন এসে পানিতে খুঁজতে থাকে। দুপুর ২টার দিকে পুকুরের ঘাটলার নীচ থেকে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন মৃত ঘোষনা করে। স্কুল ছাত্র নবিনুর ফকিরের মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম নিহত শিশুর বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।