গৌরনদী
উজিরপুরের শিকারপুর বন্দরে পুলিশ ক্যাম্প বহাল রাখার দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বন্দরের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য স্থাপিত পুলিশ ক্যাম্প বহাল রাখার দাবীতে গতকাল সোমবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত শিকারপুর বন্দরের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারন ব্যবসায়ীরা।
দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান হাওলাদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাঝি, ব্যবসায়ী কমিটির সহসভাপতি ছালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, কোষাধ্যক্ষ নাসির মৃধা, ইউপি সদস্য সেলিম মুন্সি, ইউসুফ হোসেন,আওয়ামীলীগ নেতা পরান কৃষ্ণ সাহা, ব্যাংক এশিয়া শিকারপুর এজেন্ট ব্যাংকিং শাখার শেয়ার মালিক মোঃ জহিরুল ইসলাম, ব্যবসায়ী আবু সাইদ ভুইয়া, বাবুল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শিকারপুর বন্দরে রয়েছে ৫টি ব্যাংক, লঞ্চঘাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও পাইকারী চালের অঅড়ৎ, পাটের আড়ৎসহ বিভিন্ন পাইকারী ও খুচরা বিক্রির জন্য ৫ থেকে ৬শত ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত প্রায় ৩০ বছর ধরে এখানে একটি পুলিশ ক্যম্প স্থাপন করেন। বর্তমানে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যম্পটি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয়া হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান বলেন, এখনো প্রত্যহার করা হয়নি তবে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে খুব শীঘ্রই প্রত্যহার করে নেয়া হবে।