গৌরনদী
প্রবীন শিক্ষক কবি অবিচল আব্দুল মান্নান আর নেই, বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের নির্বাহী সম্পাদক কবি অবিচল আব্দুল মান্নান (৮০) আর নেই। ফুসফুসে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল আটটায় কালুপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি……….রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর গৈলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। কবি আব্দুল মান্নান খক্যাতিমান কবি হিসেবে বরিশাল জেলা প্রশাসক সম্মননাসহ বিভিন্ন সম্মসাননা অর্জন করেন।
কবি আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, সহ সম্পাদক সাংবাদিক পলাশ তালুকদার, কবি আবুল হাচান, আগরপুর উত্তরন শিল্পি গোষ্ঠীর সভাপতি কাজী বোরহানুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, উজিরপুরের কবি জয়নুল আবেদীন।