গৌরনদী
গৌরনদীতে আওয়ামী লীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক, প্রথম ধাপে জেলার গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা, সরিকলে ফারুক হোসেন মোল্লা, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, খাঞ্জাপুরে নুর আলম সেরনিয়াবাত, বার্থীতে আব্দুর রাজ্জাক হাওলাদার ও চাঁদশী ইউপিতে নজরুল ইসলাম। এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।