গৌরনদী
গৌরনদীতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থীর এক সমর্থককে গত বুধবার রাতে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতরভাবে আহত বরিশাল শের-ই বাংলা মেডিকেকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ হোসেন বেপারী ও প্রতিদ্বন্ধী সদস্য প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পালের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার মোঃ হোসেন বেপারী মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে থাকেন সমর্থক পশ্চিম চন্দ্রহার গ্রামে বাবুল গাইন (৪০)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর দিঘিরপারের একটি চায়ের দোকানে চা পান করছিল বাবুল গাইন। এ সময় প্রতিদ্বন্ধী প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পালের সমর্থক শান্ত হালদার, কালাম সরদার, উত্তম মন্ডল, দিপক মন্ডল, কাউয়ুম বেপারী, লিটন বাড়ৈ ও সঞ্জীব শিয়ালীসহ ১০/১২ জন সমর্থক চায়ের দোকান থেকে বাবুলকে জোরপূর্বক ধরে নিয়ে যান এবং পাশ্ববর্তি সড়কের পাশে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যান। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ হোসেন বেপারী অভিযোগ করে বলেন, আমাকে সমর্থন দেয়ার কারনে ক্ষিপ্ত হয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী ও তার সমর্থকরা হত্যার উদ্দেশ্যে বাবুল কুপিয়ে জখম করেছে। এ অভিযোগ অস্বীকার করে ক্ষিতিশ চন্দ্র পাল বলেন, কুপিয়ে জখম করার বিষয়টি আমার জানা নেই। তবে নিজেরা ঘটনা সাজিয়ে আমার উপর দায়ভার চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে থাকবে পারে। আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে এর দায়ভার অপকর্মকারীকেই নিতে হবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই আব্দুল হক জানান, এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদল গাইন বাদি হয়ে ২ জনের নামোল্লেখসহ ১২ জনকে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছে। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসমি শান্ত হালদারকে গ্রেফতার করে দুপুর আড়াইটার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন।