গৌরনদী
গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ জহির সাজ্জাদ হান্নান বৃহস্পতিবার গৌরনদী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার দুপুরে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের নিকট দুই মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দুপুর দুইটায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মুকুল, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের একান্ত সবিচ মোঃ রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু, সাবেক পৌর কাউন্সিলর যুবদল নেতা মোঃ ফরিদ হোসেন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মোঃ জসিম শরীফ। একইদিন ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাবেক ভিপি সুমন মাহমুদ ও আতিকুর রহমান শামিম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন বেপারী, ইকতিয়ার হাওলাদার, ৭নং ওয়ার্ডে আহাদ মিয়া রাসেল, রফিকুল ইসলাম সুমন, ৩নং ওয়ার্ডে আল আমিন হাওলাদার, মিন্টু সরদার, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাবিনা আক্তারসহ অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।