সারাদেশ
আগৈলঝাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার-৩
গৌরনদী প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়াউপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগে শুক্রবার আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে ভগ্নিপতিসহ ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ এজাহারভূক্ত আাসামি স্বামীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায় , আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের কালীপদ বালার ছেলে আকাশ বালা (২৫) ২/৩ মাস আগে পাশ্ববর্তি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার লাখন্ডা গ্রামের নিত্যানন্দ মন্ডলের মেয়ে লতিকা মন্ডলকে (২০) সামাজিকভাবে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন বিভিন্ন অযুহাতে লতিকা মন্ডলের সঙ্গে অশোভন আচরন করে এবং মাঝে মধ্যে শারীরিক নির্যাতন করে আসছিল। আমার বোনকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে মুখে বিষ ঢেলে দিয়ে বিষ পানে আত্মহত্যা করা চেষ্টা করেছে বলে লতিকার শ্বশুর বাড়ির লোকজন প্রচারনা চালায় এবং আমাদেরকে খবর পাঠান। মূমূর্ষ অবস্থায় লতিকাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে মারা যায়। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, নিহতের ভাই বিমল মন্ডল বাদি হয়ে হত্যার অভিযোগে স্বামী আকাশ বালা, শ্বাশুরী শুশীলা বালা, দেবর পলাশ বালাসহ ৫জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে।