বরিশাল
উজিরপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরের পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছে। গত রোববার বরিশাল জেলা নির্বাচন অফিসার নুরুল আলম ৬ নং ওয়ার্ডে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আ: হাকিম সিকদার ও ৭নং ওয়ার্ডে উজিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিপন মোল্লাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনা করেছে।
উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিমুদ্দিন জানান, উজিরপুর পৌর সভার নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ি গত ৩০ নভেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। ওই দিন উজিরপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আ: হাকিম সিকদার ও ৭নং ওয়ার্ডে উজিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিপন মোল্লা ছাড়া কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে নাই। ১১ ডিসেম্বর বরিশাল জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতিক বরাদ্দের সময় ওই দুই ওয়ার্ডে এক জন করে প্রার্থী থাকায় বরিশাল জেলা রির্টানিং কর্মকর্তা নুরুল আলম তাদেরকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনা করেন। যা গত রোববার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।