প্রধান সংবাদ
গৌরনদীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ”মুজিব বর্ষ” উদযাপণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা বুধবার সকালে উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উদ্ধোধনী অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দেসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে উপজেলা চত্বরে মেলার ফিতা কেটে উদ্ধোধন শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।