গৌরনদী
গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ঘিরে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে। সেই উত্তাপকে আরও তীব্র করে তুলেছে বিএনপির মনোনীত প্রার্থী ও দক্ষিণ বাংলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের বিশাল জনসভা। ব্যাপক জনসমাগম, দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ জনসভা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ৩টায় গৌরনদী উপজেলার কাসেমাবাদ কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভাকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক গাজী আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুজ্জামান খোকন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা রিয়াজ ভূইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গমস্তাসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, “গৌরনদী–আগৈলঝাড়ার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায় এবং নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্ত হয়ে উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়তে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে। এই জনসমাগম প্রমাণ করে মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। আয়োজকদের দাবি, বরিশাল–১ আসনের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ প্রার্থীর নির্বাচনী অবস্থানকে আরও দৃঢ় বার্তা দিয়েছে। জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


