বরিশাল
গৌরনদীতে গুচ্ছগ্রামে হাঁস বিতরণ
নিজস্ব প্রতিবেদক, হাঁস পালনের মাধ্যমে আবাসন প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা আবাসন প্রকল্পে (গুচ্ছ গ্রামে) হাঁস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ৫০টি হাঁস বিতরণ করা হয়। বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে হাঁস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ , বন কর্মকর্তা সাব্বির রহমান। একইদিন গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে সাবান ও মাক্স বিতরণ করা হয়।