গৌরনদী
গৌরনদীতে যুবতীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ এক যুবতীকে উত্ত্যক্ত করার দায়ে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই গ্রামের বিষ্ণ শিকদারকে (২৫) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাহবুব আলম এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বিষ্ণ শিকদারকে গতকাল বিকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করেছে পুলিশ। সে উপজেলার বাকাই গ্রামের বিশে^ম্বর শিকদারের ছেলে।
গৌরনদী মডেল থানার এস.আই মোঃ নজরুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার বাকাই গ্রামের বিশে^ম্বর শিকদারের পুত্র বিষ্ণ শিকদার (২৫)’র বানারীপাড়া উপজেলার নাজিরপুর গ্রামে দিনমজুরের কাজ করার সময় এক যুবতীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। ওই যুবতী উপজেলার বাকাই গ্রামে বৃহস্পতিবার সকালে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথিমধ্যে বখাটে বিষ্ণ ওই যুবতীকে উত্ত্যক্ত করলে এলাকাবাসী বখাটে বিষ্ণকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।