বরিশাল
বামরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যানপ্রার্থীর গনসংযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরের বামরাইলে ইউপি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে থেমে নেই প্রচার প্রচারণা। বিএনপি’র ধানের শীষ প্রতিকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরদার নান্টু গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ীতে বাড়ীতে ভোট প্রার্থনা করছেন। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বামরাইল ইউনিয়নের সাধারন ভোটাররা এবার জোট বেধেছে ভোট ডাকাতদের প্রতিহত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে জয়ের মালা সাবেক তিন বারের সফল চেয়ারম্যান মতিন সরদার নান্টুর গলায় পড়িয়ে দেওয়ার জন্য। ১২ মার্চ শনিবার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডে আটিপাড়া অংশে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন। এসময় প্রার্থী আঃ মতিন সরদার নান্টু বলেন ভোটারদের একটি মাত্র ভয় কোন অশুভ শক্তি ভোট ডাকাতির মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করতে পারে। তবে বামরাইল ইউনিয়নের জনগন কোন অশুভ শক্তির কাছে মাথানত করবে না। অবাধ শান্তিপূর্ন নিরপক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে আমি বিজয়ী হব। এই ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী কালোটাকা ছড়াচ্ছে এবং আমার ভোটারদের হুমকী দিয়ে বেড়াচ্ছে। আমি নির্বাচন কমিশনার সহ উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমাজ সেবা বিষয়ক সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক এ্যাড: এইচ এম আসাদুজ্জামান বাদশা, শ্রমিক দল সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আ ফ ম সামসুদ্দোহা আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, যুবদল সভাপতি মহাসিন সরদার, ২ নং ওয়ার্ড বি,এনপির সম্পাদক সেলিম রাড়ী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন সিকদার, ছাত্রনেতা নাসির উদ্দিন, মামুন, সৈয়দ জাহিদ হোসেন প্রমুখ।