গৌরনদী
সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দূর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো -এ্যাড. বলরাম পোদ্দার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, অসহায়, গরিব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দূর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। রবিবার বরিশাল নগরীর শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে বরিশাল মহানগর এর বিভিন্ন মন্দিরের ৮৪ জন ব্রাহ্মণ পুরোহিত, ৩১জন পূজারী মন্দির সহযোগী ও ১২জন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম শিক্ষকসহ মোট ১২৭ জনের পরিবারের জন্য প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ কেজি মুশুরির ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও ১ টি লাইফবয় সাবান উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ। এই কার্যক্রম অব্যহত থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী মানুষ অভূক্ত থাকবেনা। এসময় মহামারী করোনা ভাইরাস থেকে বৈশ্বিক মুক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরিশালের সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, মৃনাল কান্তি সাহা, ভানুরঞ্জন দে, সুরঞ্জিত দত্ত লিটু, সাংবাদিক গোপাল সরদার, সম্ভু নাথ সাহা প্রমুখ।