বরিশাল
করোনাকে পূঁজি করে মূল্য বৃদ্ধির অভিযোগে আগৈলঝাড়ায় তিন ব্যবসায়ীকে জড়িমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে তিন ব্যবসায়ী ও গৌরনদীর উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীসহ চার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জড়িমানা করেছে উভয় উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা।
আগৈলঝাড়া ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সর্বত্র করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিলে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছামত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করে। খবর পেয়ে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান অদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে বেশী দামে পিয়াজ বিক্রির অভিযোগে ব্যবসায়ী আতাবর মারামত, একই বাজারের মোঃ সালাউদ্দিন বেপারীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার জরিমানা আদায় করে। এ সময় তাদের কাছ থেকে ২৩ কেজি পিয়াজ উদ্ধার করে তা নিলামে ৫শত টাকায় বিক্রি করে দেন। বেশী দামে চাল বিক্রি করা এবং চাল ক্রয়ের কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে চাল ব্যবসায়ী কাজল ভদ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান অদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে। মানুষের বিপদের সময়ে দূর্বলতাকে কাজে লাগিয়ে যারা অধিক মুনাফার জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থি ছিলেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার, গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম, বাজার কমিটির সাধারন সম্পাদক ফারুক সরদার।