বরিশাল
আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ দৌলাতুন নেছা নাজমা, আমার বাড়ি আমার খামারের ম্যানেজার সুব্রত হালদার, এসআই তৈয়বুর রহমান, ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। পরে উপজেলা চত্তরে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্যেগে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ও বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষনিক কি ভাবে তা নিয়ন্ত্রন করা যায় এবং ক্ষতির পরিমান কমিয়ে আনার উপর সকলের সম্মুখে মহড়া প্রদর্শন করা হয়।