প্রধান সংবাদ
আগৈলঝাড়ায় ওসি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আগৈলঝাড়া থানার বহুল বির্তকিত ওসি মনিরুল ইসলামের অপসারনের দাবিতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেত্রী লাবন্য আক্তার তালুকদার। তিনি (লাবন্য) উপজেলার বাকাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
জানা গেছে, ওসি মনিরুল ইসলামকে দ্রুত অপসারনসহ শান্তিপূর্ন নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে গত বৃহস্পতিবার লাবন্য আক্তার প্রধান নির্বাচন কমিশার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, ডিআইজি, জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
লিখিত বক্তব্যে ঘোড়া প্রতীকের প্রার্থী লাবন্য আক্তার তালুকদার বলেন, বাকাল ইউনিয়ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। নির্বাচনী এলাকায় তার সমর্থন বেশি থাকায় তার প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থী বিপুল দাস ও তার সমর্থকেরা সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ দেশত্যাগের হুমকি অব্যাহত রেখেছেন। প্রার্থী ও তার সমর্থক ব্যতিত থানার ওসি মনিরুল ইসলামও ঘোড়া মার্কার কর্মী সমর্থকদের বিভিন্ন ভয়ভীতি ও গ্রেফতারের হুমকি দিয়ে আসছেন। লাবন্য আরও বলেন, ওসি তার (লাবন্য) স্বামী উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিটন তালুকদারকে তার সাথে দেখা করে আর্থিক সুবিধা চেয়েছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওসি ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছেন। এলাকার সাধারণ ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সু-দৃষ্টি কামনা করে লাবন্য আরও বলেন, নির্বাচনে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করে প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। উল্লেখ্য, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে এরপূর্বেও বিস্তার অভিযোগ রয়েছে।