গৌরনদী
গৌরনদীতে শিশু ধর্ষিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষন করেছ্ েএকই গ্রামের আব্দুর রব (৬৫)। এ ঘটনায় গতকাল শুক্রবার গৌরনদী মডের থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষক আব্দুর রবকে গ্রেপ্তার করে জেল হাজতে ও ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে প্রেরন করেছে।
পুলিশ জানান, গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় গত বৃহস্পতিবারবিকেলে কয়েকজন শিশু খেলছিল। সন্ধ্যার পূর্ব মুহুর্তে একই গ্রামের ৪ সন্তানের জনক আব্দুর রব হাওলাদার (৬৫) ৫ বছরের শিশু কন্যাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ডেকে মসজিদ সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষন করে। প্রত্যক্ষদর্শীরা নজরুল ইসলাম, কাজী স্বপন জানান, তারা শিশুটির কান্না শুনে এগিয়ে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে আব্দুর রবকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ধর্ষিত শিশুর বাবা বাদি হয়ে গতকাল শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ধর্ষিতা ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল সিভিল সার্জন অফিসে ও গ্রেপ্তারকৃত রবকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।