বরিশাল
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া উপজেলার স্বরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতরভাবে আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানন, শুক্রবার বিকেলে ৬টা দিকে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া উপজেলার স্বরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই মটরসাইকেল অরোহীর মুখোমুখি সংঘর্ষে গৌরনদী কসবা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে অভি সরদার (২২) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ গ্রামের রমনী কান্তর ছেলে প্রত্যয় বাড়ৈ (২৪) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ নিহত অভির লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।