বরিশাল
উজিরপুরে ভয়াবহ অগ্নিকান্ড ১২টি দোকান সম্পূর্ন ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বৃহৎ ব্যবসায়ী বন্দরে গত রোববার গভীর রাতে বৈদ্যুতিক সক সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ন ও ৪টি অংশিকভাবে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়।
বন্দরের ব্যবসঅয়ী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের ব্যবসায়ী মোহাম্মদ মস্তফা হাওলাদারের দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারে ছড়িয়ে পরে। খবর পেয়ে বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রত্যক্ষদর্শী বন্দরের ব্যবসায়ী আব্দুল মান্নান (৬৫), হেমায়েত হোসেন (৪৫) এনায়েত হোসেন (৬৪)সহ অনেকেই জানান, শিকারপুর বন্দরের উত্তর মাথায় তারা হঠাৎ করেই আগুন দেখতে পান। এ সময় তারা ডাক চিৎকার শুরু করলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। ফায়ার সার্ভিসকে খবর দিলে বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌছে আগুন নেভাতে সক্ষম হন। এরই মধ্যে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্নভাবে ও ৪টি আংশিকভাবে ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।
আগুন নেভাতে গিয়ে মোস্তফা হাওলাদার, মালেক ভান্ডারী, শাহিন সিকদার, সোহেল, নাসির, আরিফ, জলিলসহ কমপক্ষে ১০ জন আহত হন। সম্পূর্নভাবে ভস্মীভূত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হল, রবিউল ইলেকট্রনিক্স, আরএফএল ডিলার মস্তফা হাওলাদারের দোকান, মোস্তফা ভূইয়ার আসবাবপত্রের দোকান, মালেক ভান্ডরীরর তৈজসপত্রের দোকান, শাহিন সিকদারের মোবাইল ফোনের দোকান, অপু কর্মকারের স্বর্নের দোকান, এরশাদ হাওলাদারের রং এর গোডাউন, সোহেলের রেস্টুরেন্ট, নাসরিন আবাসিক হোটেল, শাহিন হাওলাদারের টিভি ফ্রিজের দোকান, মিলন দাস ও লাল্টু শীলের সেলুন।
শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাকিল মাহমুদ (৪৭) বলেন, আগুনের সূত্রপাত ঘটার সঙ্গে সঙ্গে আমরা আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু গ্যাসের দোকানের সিলিন্ডার বিস্ফোরন শুরু হলে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। প্রানহানির ভয়ে আগুন নেভাতে কেউই এগুতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ কাঞ্চন আলী মৃধা জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়েং আগুন নিয়ন্ত্রনে আনেন। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের শান্তনা দেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান, উজিরপুর উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জামাল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. গিয়াসউদ্দিন ব্যাপারী।