বরিশাল
উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন, সম্পূর্ন ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার গভীর রাতে অগ্নিকান্ডে আসবাবপত্র ও মুল্যবান জিনিসপত্রসহ সম্পূর্ন ভস্মীভূত হয় । উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিএনপির দাবি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ আগুন দিয়ে অফিসটি পুড়িয়ে দিয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিয়াউল আহসানের মতে এটি দূর্ঘটনা জনিত অগ্নিকান্ড।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, ২০০০ সালে বিএনপির কেন্দ্রীয় সদস্য এস সরফুদ্দীন আহমেদ ওরফে সান্টু উজিরপুর পৌর সদরে সাধারন মানুষকে সেবা প্রদানের লক্ষে মাতৃমঙ্গল মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেন। বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পরে পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা দলীয় অস্থায়ী কার্যালয় হিসেবে এটি ব্যবহার করে আসছিল ।
বিএনপি কার্যালয়ের নৈশ প্রহরী আনসার হাওলাদার বলেন, প্রতিদিনের মত রাতের খাবার খাওয়ার জন্য আমি নিজ বাড়িতে যাই । পরবর্তীতে রাত পোনে ১২টার দিকে অফিসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি অফিসটি আগুনে পুড়ছে । উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার অভিযোগ করে বলেন, গত ১২/১৪ বছর ধরে আমরা এখানে উপজেলা বিএনপি প্রধান অফিস হিসেবে ব্যবহার করে আসছি। অফিসকে অপসারনের জন্য বিশেষ একটি মহল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। রাজনৈতিকভাবে আমাদের অস্থিত্ব বিলীন করতেই আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামীলীগ রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। গতকাল সোমবার বিকেলে ভস্মসীভূত কার্যালয়ের সামনে উজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিএনপির উপজেলা সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টার। বক্তারা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আঃ রশিদ জানান, রাত সাড়ে এগারোটায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেয়াউল আহসান বলেন, এক সময় মাতৃমঙ্গল মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ঘরটি ব্যবহৃত হত। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে। এটি হেয়ায়েত দূর্ঘটনা। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী এ প্রসঙ্গে বলেন, এটি একটি মাতৃ মঙ্গল ক্লিনিক। ঘরটিতে বিএনপির কোন সাইনবোর্ড ছিল না। তবে তারা মাঝে মধ্যে বসত। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগে কিন্তু বিএনপি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।