বরিশাল
আগৈলঝাড়ায় যুবলীগের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাইদুল সরদারকে সভাপতি ও অনিমেষ মন্ডলকে সম্পাদক করা হয়েছে।
স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্ল¬াহ-এমপি’র আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে নেতা কর্মীদের উপস্থিতিতে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি আবুল হাসানাত আবদুল¬াহ ওই কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী আলাউদ্দিনের ছেলে আবদুল¬াহ লিটন ও যুগ্ম সম্পাদক হয়েছেন বজলুর রহমান হাওলাদার। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এমপি’র ব্যক্তিগত সহকারী মো. খায়রুল বাশার।