বরিশাল
আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মাদপুর থানার সাদেক খান রোডের রায়ের বাজারের বাসিন্দা আরমান মোল্ল¬ার ছেলে সানী মোল্ল¬াকে আগৈলঝাড়া উপজেলার ফুল্ল¬শ্রী ব্রীজের কাছ থেকে শুক্রবার রাতে ১২ পিস ইয়াবাসহ এসআই নাসির উদ্দিন গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে থানায় এসআই নাসির উদ্দিন বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। অন্যদিকে উপজেলার খাজুরিয়া গ্রামের হাসান মিয়ার ছেলে কোটালীপাড়া থানার জিআর ১৩৫/১৯নং মামলার পলাতক আসামী সাহাবুদ্দিন মিয়াকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।