বরিশাল
গৌরনদীর বহুল আলোচিত বার্থী তারা মন্দিরে স্বর্ন চুরির অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বহুল আলোচিত বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা কালী মন্দিরের প্রতিমার স্বর্ন চুরির অভিযুক্ত স্বপন মজুমদারকে রোববার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ পাশর্^বর্তী আগৈলঝাড়া থানার রামান্দী এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত স্বপন আগৈলঝাড়া থানার বাহাদুরপুর (বাজনা) গ্রামের বিমল মজুমদারের পুত্র।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান জানান, গত ৭ নভেম্বর প্রকাশ্য দিবালোকে মন্দিরের কালী প্রতিমার গলায় সজ্জিত প্রায় ৮ভরি স্বর্নলংকার চুরি করে নিয়ে যায়। যা মন্দিরের সিসি ক্যামেরার ধারনকৃত ফুটেজের মাধ্যমে চোর স্বপন মজুমদারকে সনাক্ত করা হয়। এ ঘটনার পরের দিন ৮ নভেম্বর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনবরঞ্জণ দত্ত থানায় মামলা দায়ের করেন।