বরিশাল
গৌরনদীতে সততা স্টোরের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের রুমে প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের উদ্বোধণ করেন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জুলফিকার আলী। পরে বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাশহুরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন। একইদিন বাটাজোর অশি^নী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধণ করা হয়।