গৌরনদী
গৌরনদীর চাঁদশী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ নাঠৈ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলণে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীেৈগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন চোকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা প্রমুখ।