বরিশাল
অদম্য মেধাবী ॥ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পাওয়া হতদরিদ্র সজীবের ডাক্তার হবার স্বপ্ন পুরন হবে কি?
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের হতদরিদ্র সুধীর বাড়ৈর ছেলে সজীব বাড়ৈ চলতি এসএসসি পরিক্ষায় বাকাল নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সজীব দৈনিক ৬-৭ ঘন্টা লেখা পড়া করত কিন্তু তার ছিলোনা কোন প্রাইভেট শিক্ষক। সে রাতের চেয়ে দিনের আলোয় বেশী লেখা পড়া করত।
সজীবের হতদরিদ্র পিতা সুধীর বাড়ৈ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দেশ বিদেশে চিকিৎসা করিয়ে সহয় সম্বল হারিয়ে এখন নিঃস্ব। তার মাতা সরস্বতী বাড়ৈ দিনমজুরের কাজ করে তার উপার্জন দিয়ে কোন রকমে তাদের সংসার চলত এবং ছেলে সজীব সহ ৩ ছেলের লেখাপড়া খরচ চালাতে হয়। সজীবের বড় ভাই মেধাবী ছাত্র সুরঞ্জীত গৌরনদী সরকারী কলেজে অনার্সে পড়াশুনা করছে। ছোট ভাই ১ম শ্রেণীতে পড়ছে। সজীব তার নিজ এবং স্কুলের শিক্ষকদের প্রচেষ্টায় তার এই সাফল্য অর্জন করছে। আর্থিক অভাবের কারনে সজীবের নামকরা কলেজে ভর্তি হয়া অনিশ্চিত হয়ে পরেছে।
সজীব জানায় বহুকষ্টে এই কৃর্তিত্ব অর্জন করেছি। আমার ইচ্ছা লেখাপাড়া করে একজন ডাক্তার হয়ে দেশের সেবা করতে চাই। আমার পিতা অসুস্থ্য থাকায় সে কোন উপার্জন করতে পারছে না। মা একা দিনমজুরে কাজ করে আমাদের পরিবারসহ ৩ ভাইয়ের লেখাপড়ার খরচ চালানো সম্বভ হচ্ছেনা। তাই আমার ডাক্তার হবার স্বপ্ন অন্ধকারে। সজীবের মা সরস্বতী জানায়, তার ছেলেদের ভাল একটি জামা-প্যান্ট এমনকি ভালো কোন খাবার খাওয়াতে পারিনাই