বরিশাল
বরিশালে মামলা উত্তোলনে বাদিকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জামিনে বেরিয়ে মামলা উত্তোলনের জন্য আসামি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাদিকে হত্যার হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের।
ওই গ্রামের আব্দুল বারেক সরদার অভিযোগ করেন, পাওনা সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়ার অপরাধে একই এলাকার প্রভাবশালী মোবারেক সরদার ও তার পরিবারের সদস্যরা অতিসম্প্রতি তার (বারেক) স্ত্রী মাহিনুর বেগম, কন্যা বিথী আক্তারকে মারধর করে গুরুতর জখম করে। এঘটনায় তিনি (বারেক) বাদি হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ মোবারেক সরদার ও তার স্ত্রী রওশন আরা বেগমকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। অতিসম্প্রতি রওশন আরা জামিনে মুক্ত হয়ে মামলা উত্তোলনের জন্য এলাকার চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বারেক ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।