প্রধান সংবাদ
উজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণে মামলা দায়ের, গ্রেপ্তার- ২
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুরে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের দিন মজুরের কন্যা ও কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রীকে (১৩) গত বৃহস্পতিবার রাতে অপহরন করে জোরপূর্বক ধর্ষন করেছে দুই বখাটে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নির্যাতিতা স্কুল (১৩) জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাগ্নীকে (৬) নিয়ে একই গ্রামের ছোট চাচার বাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাত ৮টায় বাড়ির সন্নিকটে পুকুর পাড়ে পৌছলে পিছন থেকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের আয়নাল বয়াতীর ছেলে নুরুল ইসলাম বয়াতী (২০) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের আলী আকবরের ছেলে তরিকুল ইসলাম (১৯) মুখ চেপে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে নিয়ে যায়। অপহরনের পর তাকে নিয়ে মুখ ও হাত পা বেঁধে মৎস্য ঘেরে একটি টয়লেটে আটকে রাখে। রাত ১০ টার দিকে তাকে টয়লেট থেকে বের করে ওই গ্রামের ওমর সরদারের মাছের ঘেরের একটি নৌকায় তুলে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষনের পর বখাটে নুরুল ইসলাম ও তরিকুল ইসলাম স্কুল ছাত্রীকে মাছের ঘেরের পানির মধ্যে খুটির সংঙ্গে বেধে রাখে। স্কুল ছাত্রীর ভাগ্নি (৬) জানান, খালাকে ধরে নিয়ে গেলে সে কান্নাকাটি শুরু করলে বখাটরো তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। সে বিষয়টি বাড়িতে এসে জানালে আত্মীয় স্বজনরা খোজাখুজি শুরু করে। স্কুল ছাত্রীর খালুসহ কয়েকজন স্বজন জানান, অনেক খোজাখুজির পরে রাত সোয়া ১১টার দিকে মাছের ঘেরের পুকুরে পানির মধ্যে খুটির সঙ্গে বাঁধা অবস্থা থেকে উদ্ধার করে। পরে স্কুল ছঅত্রীর কাছ থেকে বিষয়টি শোনার পরে এলাকাবাসি বখাটে নুরুল ইসলাম ও তরিকুল ইসলামকে খুজে আটক করে গণপিটুনী দিয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে স্কুল ছাত্রীকে উদ্ধার ও দুই বখাটেকে আটক করে। থানা হাজতে থাকা দুই বখাটে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ধর্ষনের ঘটনায় স্কুল ছাত্রী বাদি হয়ে নুরুল ইসলাম ও তরিকুল ইসলামকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ আটককৃত দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে। একই দিন ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।