প্রধান সংবাদ
অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন কর্তৃক অদম্য মেধাবী বুলবুলকে ৫০ হাজার টাকার অনুদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ একটি দোকানে শ্রমিকের কাজ করে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্র বুলবুল হোসেনের পড়াশুনার খরচের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিন। নাসির উদ্দিনের পক্ষে বুলবুলে হাতে অনুদানের চেক তুলে দেন গৌরনদীর দুই সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় সরকারি গৌরনদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে অর্থাভাবে কলেজে ভর্তি হওয়া অশ্চিত হয়ে পরে বড়দুলালী গ্রামের খলিলুর রহমানের পুত্র বুলবুল হোসেনের। এ খবর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রথম আলোর প্রকাশিত সংবাদ দেখে অদম্য মেধাবী বুলবুলে জন্য ব্যক্তিগতভাবে এককালীন ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিন। অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিন কর্তৃক প্রদত্ত্য ৫০ হাজার টাকার চেক তার পক্ষে বুলবুলের হাতে তুলে দেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বুলবুলের মা অলেয়া বেগম ও প্রথম অলো বন্ধুসভা গৌরনদীর সভাপতি পলাশ তালুকদার।
উল্লেখ্য, বুলবুলের পিতা অসহায় খলিলুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে তার ওপেনহার্ড অপারেশনের জন্য অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মোটা অংকের টাকা সহয়তা করেন।