গৌরনদী
গৌরনদী শরিকল বাজারে দূধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার সরিকল বাজারে গত শনিবার দুপুরে দূধর্ষ চুরি সংগঠিত হয়। অজ্ঞাতনামা চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরিকল বাজারের ব্যাবসায়ী স্বপন বেপারীর জানান, সরকিল বাজারের সে দীর্ঘদিন যাবত মুদি সামগ্রীর পাইকারী ব্যবসা করে আসছেন। গত শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে অজ্ঞাতনামা চোরেরা দোকানের চালের উপরের টিন কেটে ঘরে প্রবেশ করে। এ সময় নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল ও কিছু জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়। ওই দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেয়া হয়েছে। বাজারের ব্যাবসায়ীরা নিরাপত্তা জোড় দাবি জানান।