বরিশাল
উজিরপুরে ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সবাইকে বেশী বেশী গাছ লাগানোর আহŸান জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার বরিশালের উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্ধোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার।
উজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মাহাবুব উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাকির হোসেন তালুকদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, পৌর কাউন্সিলর বাবুল সিকদার প্রমূখ। মেলায় ঔষধি ও ফলদসহ বিভিন্ন প্রজাতির গাছের ১৫টি স্টল বসে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদারসহ বক্তারা সকলকে বেশী বেশী করে বৃক্ষ রোপনের আহŸান জানান। উপজেলা পরিষদ চত্বরে একটি আম গাছ রোপন করেন।