গৌরনদী
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবিধিাবঞ্চিতদের মাঝে চেক বিতরন করেন আবুল হাসানাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক. গৌরনদী২৪ ডটকম / বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সুবিধাবঞ্চি নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে আর্থিক অনুদানের চেক, কৃষি উপকরন, বয়স্কভাতার বহি ও শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ও সাউন্ডসিস্টেম বিতরন করা হয়।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আঃ রব হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইসচেয়ারম্যান জিনিয়া আফরোজসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অুনষ্ঠানে উপজেলার ১০২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম ও ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার, বয়স্ক, বিধবা, অচ্ছল প্রতিবন্ধিদের ভাতার বই, বাই সাইকেল, কৃষি যন্ত্রপাতি, মহিলা সংস্থার নারীদের মাঝে ঋণ বিতরণ করেন প্রধান অতিথি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ।