গৌরনদী
গৌরনদীতে যৌন হয়রাণী প্রতিরোধে সমন্বিত আইন প্রনয়ণে প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বরিশালের গৌরনদীতে জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এবং গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় “সকল ক্ষেত্রে যৌন হয়রাণী প্রতিরোধে সমন্বিত আইন প্রনয়ণের প্রয়োজনীয়তা” শীর্ষক মতবিনিময় সভা রোববার সকালে স্থানীয় সিসিডিবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম বরিশাল জেলা সাধারন সম্পাদক ও দি হাঙ্গার প্রোজেক্টের বরিশাল জেলা সমন্বয়কারী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন এইড’র নির্বাহী পরিচালক ও গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোাঃ বেল্লাল হোসেন, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, ফিল্ড সমন্বয়কারী মো: মোজাম্মেল হক, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, সিডবিøইউএফডির উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার, ডিএইডিওর নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু প্রমূখ।