গৌরনদী
প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ সনদ গ্রহন করায় উজিরপুর সহকারী কমিশনারকে (ভূমি) সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আইন ও প্রশাসন কোর্সে শ্রেষ্টত্ব অর্জন করে সমাপনী সনদ ও ক্রেষ্ট পেয়ে কর্মস্থলে ফিরে আসায় বরিশালের উজিরপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার গত ২০ জানুয়ারী ২০১৯ হইতে ২৩ জুন ২০১৯ পর্যন্ত ৫ মাস আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষনে অংশ নেন। গত রোববার ঢাকা বিবিএস প্রশাসন একাডেমি ভবনে কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসন কোর্সের প্রশিক্ষনে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার সকল ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রেক্টর এ্যাওয়ার্ডস গ্রহন করেন মজুমদার। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্ধী সমাজের প্রতিনিধিারা বক্তব্য রাখেন।