গৌরনদী
আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের অবৈধ দখলদার উচ্ছেদে জমি পরিমাপ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ডটকম/ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের আগৈলঝাড়াস্থ জমি দখল করে স্থাপনা নির্মানসহ ভোগ দখল করেছে অবৈধ দখলদার ও প্রভাবশালী কতিপয় ব্যাক্তি। অবৈধ দখলদার উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সোমবার জমি পরিমাপ করে পিলার স্থাপন করেছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো.মাহাবুবুর রহমান জানান, বরিশাল পানি উন্নয়ন বোর্ড আগৈলঝাড়ায় বন্যা নিয়স্ত্রন বাধের সাতলা-বাগধা সেচ প্রকল্পে আগৈলঝাড়া উপজেলার ২নং পোল্ডার বাস্তবায়নে ১৯৭৪ সালে উপজেলার বুধার মৌজার এস.এ ১৪৫৪ নং দাগের ৬৮শতাংশ জমি হুকুম দখল করে বাধ নির্মান করেন। গত কয়েক বছর যাবত ওই প্রকল্পের প্রায় ৩০ শতাংশ জমি উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের প্রভাবশালী খোকন খান পাকা ভবন ও বাউÐারী প্রাচীর নির্মান করে ভোগ দখল করেন। এ ব্যপারে দখলদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একাধিক সাধারন ডায়রী করা হয়।
তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা জমিতে মালিকানা সাইনবোর্ড লাগাতে গেলে খোকন খান তাদের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় আমি বাদি হয়ে গত ২৮ এপ্রিল আগৈলঝাড়া থানায় একটি মামলা দাযের করেন। পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ দখলদার মুক্ত করতে খুব শীঘ্রই অভিযান চালানো হবে। তাই বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ও উপজেলা ভূমি অফিসের সরকারি সার্ভেয়ারসহ স্থানীয় বেসরকারী সার্ভেয়ার নিয়ে গতকাল মঙ্গলবার ভূমি পরিমাপ করা হয়। পরিমাপে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের সত্যতা মিলেছে। তার বিরুদ্ধে নির্বাহী ম্যজিষ্ট্রেড নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবির হোসেন, সার্ভেয়ার ফরিদ উদ্দন, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।