গৌরনদী
গৌরনদীতে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “ভেজালমুক্ত খাবার চাই, সুস্থভাবে বাঁচতে চাই” শ্লোগানকে সামনে রেখে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে স্বেচ্ছাসেবী সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং অলটারন্যাটিভ ইনিশিয়্যাটিভ ফর ডেভেলপমেন্ট (এইড)’র যৌথ উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে ।
বেলা সাড়ে ১০টায় থেকে সাড়ে ১১টা পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ডে সিসিডিবি ও এইডর মানববন্ধন কর্মসুচীতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারন কয়েকশ নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী। কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ডেনিস মারান্ডী, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার, সাঈদ বিন ভূইয়া, সিসিডিবির কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, হাসান মাহামুদ, ফোরাম সভাপতি মাধুরী রানী প্রমুখ। বক্তারা খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।