গৌরনদী
সৎ ছেলের হামলায় মা ও ভাই জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে সৎ ছেলের হামলায় মা ও ভাই গুরুতরভাবে জখম হয়েছে। আহতদের গৌরনদী ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের গঞ্জেল আলী মৃধা দুটি বিয়ে করেন। দুই ঘরের সন্তানদের মধ্যে জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিরোধকে কেন্দ্র করে এক ঘরের সন্তান আরেক ঘরের সন্তান ও মার (সৎ) ওপর হামলা চালায়।
গঞ্জেল আলী মৃধার পুত্র আহত হালান মৃধা (৩৫) অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আমার সৎ ভাই হানিফ মৃধা প্রায়ই আমাকে ও মা সোমেলা বেগমকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার আমার বসত ঘরের সামনে হানিফ মৃধার স্ত্রী মাহমুদা বেগম ময়লা ফেলে রাখেন। এ নিয়ে মার সঙ্গে ভাইর স্ত্রী মাহমুদার বাক বিতান্ডা হয়। বাক বিতান্ডার এক পর্যায়ে সৎ ভাই হানিফ তার ভাড়াটিয়া লোকজন রড ও লাঠিসোটা নিয়ে মা সোমেলা বেগমের ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে । আমি মাকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারী সন্ত্রাসীরা হাতুরী দিয়ে পিটিয়ে আমাকে ও আমার সহদর শহিদুল ইসলামকে রক্তাক্ত জখম করেছে। গুরুতর অবস্থায় হালান মৃধা, তার মা সোমেনা বেগমকে কালকিনি ও শহিদুলকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার সোমেলা বেগম বাদি হয়ে সৎ পুত্র হানিফ মৃধা তার স্ত্রী মাহমুদাসহ ৫ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওযা হবে।