প্রধান সংবাদ
উজিরপুরে ধর্ষনের চেষ্টার মামলা করায় সালিস বৈঠকে বাদির উপর হামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের এক গৃহবধূকে ধর্ষনের চেষ্টা চালায় এক যুবক। এ ঘটনায় গৃহবধূ উজিরপুর মডেল থানায় মামলা করলে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার দুপুরে সালিস বৈঠকে বাদির ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বখাটে যুবক ও তার সহযোগীরা।
স্থানীয় লোকজন, আহত ও পুুলিশ জানান, উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের এক দিন মজুরের স্ত্রী ও এক সন্তানের জননী (২৫) তার আট বছরের শিশু পুত্রকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে যান। গত ৭ মে একই গ্রামের হাসেন বেপারীর ছেলে মাদক সেবী বখাটে শহিদ বেপারী ওরফে ইয়াবা শহিদ (২৬) স্বামীর অনুপুস্থিতিতে ঘরে ঢুকে জোর প্র্বূ ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ ও শিশু পুত্রের (৮) ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে শহিদ বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পরের দিন গত ৮ মে গৃহবধূ বাদি হয়ে বখাটে শহিদ বেপারী ওরফে ইয়াবা শহিদকে (২৬) আসামি করে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার বাদ জুমা বিষয়টি নিয়ে বাদির বাড়িতে এক সালিস বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, উত্তর মোড়াকাঠী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সেকেন্দার হোসেন সরদার, স্থানীয় গন্যমান্য ব্যক্তি মো. ছিদ্দিক ফকির টুকু সরদার, বাবুল রাড়ী ও আপ্তাফ উদ্দিন বেপারী। দুপুর ২টায় সালিস বৈঠক শুরু হলে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটে শহিদ তার ৮/১০ জন সমর্থকদের নিয়ে বাদির ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্তভাবে জখম করে। বৈঠকে উপস্থিত সালিস মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, উত্তর মোড়াকাঠী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সেকেন্দার হোসেন সরদার জানান, বখাটে ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে সালিস বৈঠকে বাদির ওপর হামলা চালায়। এ সময় তারা এলাকার লোকজন নিয়ে প্রতিহত করলে বখাটে ও তার সহযোগীরা পালিয়ে যায়। আহত গৃহবধূকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করনে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ কাঁদতে কাঁদতে বলেন, বখাটে শহিদ জোড় পূর্বক আমার ইজ্জত নিতে চেয়েছিল। আমি থানায় অভিযোগ দিয়ে বিচার চাওয়ায় সহযোগীদের নিয়ে আমার উপরে হামলা চালিয়ে রক্তাক্ত ঝখম করেছে। এমন কি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি বখাটের উপযুক্ত বিচার চাই। বামরাইল ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আতিকুল ইসলাম রাড়ী বলেন, সালিস বৈঠক চলাকালীন শহিদ ও তার সহযোগীরা হামলা চালালে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। সহিদ এলাকার একজন চিহ্নিত বখাটে তার উপযুক্ত বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও ধর্ষনের চেষ্টা মামলা তদন্তকারী কর্মকর্তা মো. রাসেল হোসেন জানান, ধর্ষনের চেষ্টা মামলা দায়েরের পর আসামি শহিদ সহযোগীদের নিয়ে মিমাংসা বৈঠকে বাদির ওপর হামলা চালানোর বিষয়টির অভিযোগ পেয়েছি। এ ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে।