প্রধান সংবাদ
গৌরনদীতে শিশু ধর্ষনের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কন্যা শিশু (১০) ধর্ষনের ঘটনায় গত বুধবার নির্যাতিতার মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করলে গতকাল বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এজাহারে বলা হয়, গত ২৫ এপ্রিল উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল (সাউদের খালপাড়) গ্রামের কন্যা শিশুকে (১০) একই গ্রামের মৃত আকফাত আলী বেপারীর ছেলে গাছ ব্যবসায়ী আলী বেপারী (৪৫) জিলাপি খাওয়ানোর কথা ডেকে নিজ বসত ঘরে নিয়ে যায়। ওই সময় তার বাড়িতে কেহ ছিল না। সকাল সাড়ে ১০ দিকে ঘরের মধ্যের কক্ষে নিয়ে আলী বেপারী শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে আলী তাকে ভয়ভীতি দেখিয়ে থামিয়ে দেয়। বিষয়টি কাউকে বললে শিশুকে প্রানে মেরে ফেলার ভয় দেখান আলী। এক পর্যায়ে শিশু বাড়িতে গিয়ে মাকে ঘটনা খুলে বলেন। নির্যাতিতার মা ও বাবা সঙ্গে সঙ্গে আলী বেপারীর বাড়িতে এসে এ বিষয়ে জানতে চান। এতে আলী ক্ষিপ্ত হয়ে তাদেরকে গালাগাল করে দেখে নেওয়ার হুমকি দেন। পরে আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শ করে গত বুধবার নির্যাতিতার মা বাদি হয়ে আলী বেপারীকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে । আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।