Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে মুক্তিপন না পেয়ে জবাই করে স্কুল ছাত্র হত্যা

    | ১৯:২৩, এপ্রিল ২৮ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে ভরসাকাঠী গ্রামের গার্মেন্টস কর্মী আব্দুস সোবাহান হাওলাদারের পুত্র ও বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র নয়ন হাওলাদারকে (১৫) গত শনিবার বিকেলে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা তিন যুবক। ওই দিন রাতে বাড়ি ফিরে আসেনি নয়ন হাওলাদার। রোববার সকালে সন্ধ্যা নদীর উজিরপুর বাবুগঞ্জ উপজেলার সিমান্তবর্তি রমজানকাঠী এলাকা থেকে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত নয়ন হাওলাদারের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ২০ লাখ টাকা মুক্তিপন না দেয়ায় নয়নকে জবাই করে হত্যা করেছে দূবৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকাÐে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে অটক করেছে।

    স্থানীয় লোকজন, নিহতের পরিবার ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের পুত্র আব্দুস সোবাহান হাওলাদার (৪০) স্ত্রী রুবি আক্তারকে (৩৩) নিয়ে চট্রগ্রামে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন এবং স্ত্রীকে নিয়ে ওখানেই বসবাস করেন। সোবাহান হাওলাদারের পুত্র ও বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র নয়ন হাওলাদার (১৫) ও কন্যা ৮ম শ্রেনির ছাত্রী ফারজানা আক্তার (১৩) ভরসাকাঠী গ্রামে দাদা আব্দুল খালেক হাওলাদার ও দাদি রিজিয়া বেগমের (৫৫) কাছে থেকে পড়াশোনা করে।

    দাদা খালেক হাওলাদার (৬৫) জানান, শনিবার বিকেলে তিনি নাতি নয়ন হাওলাদার ও নাতনি ফারজানা আক্তারকে নিয়ে বাড়ির পাশ্ববর্তি স্থানে সবজি ক্ষেতে লাল শাক তুলতে যান। বিকেল ৬টার দিকে অজ্ঞাতনামা তিন যুবক এসে নয়নকে কথা বলার জন্য ডেকে আড়ালে নিয়ে যান। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসার পরেও নয়ন ফিরে না আসায় দাদা ও বোন দুশ্চিন্তায় পড়ে যায়। তারা বাড়িতে এসে পরিবারের সবাইকে নিয়ে নয়নকে খুঁজতে থাকেন। না পয়ে দাদা খালেক হাওলাদার বিষয়টি মুঠোফোনে তার পুত্র সোবাহান হাওলাদারকে অবহিত করেন।

    নিহতের বাবা সোবাহান হাওলাদার জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুত্র নয়নের সঙ্গে থাকা মুঠোফোন থেকে (ফোনটি ছিল দাদির) অজ্ঞাতনামা এক যুবক নয়নকে ফিরিয়ে দিতে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন। তিনি একজন গার্মেন্টস কর্মী হিসেবে ২০ লাখ কোথায় পাবেন জানালে দশ লাখ টাকা কমিয়ে মুক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। রোববার সকালের মধ্যে টাকা পরিশোধ না করলে নয়নকে হত্যা করার হুমকি দেয়া হয়। রমজানকাঠী গ্রামের স্থানীয়রা জানান, রোববার সকালে তারা নদীতে বস্তাবন্দি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। উজিরপুর মডেল থানা ও বাবুগঞ্জ থানার পুলিশ সকাল সাড়ে ৯টায় রমজানকাঠী পৌছে লাশটি উদ্ধার করে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) দিবা কর এ প্রসঙ্গে বলেন, লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে নয়ন হাওলাদারকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে উজিরপুরের ভরসাকাঠী গ্রামের ওসমানহাওলাদারের পুত্র আশিক হাওলাদার (১৬) ও আতিক হাওলাদারকে (১৪) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভাইয়ের বিরুদ্ধে দেড়শ বছরের দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ
    • গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে চিকৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা \ বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে হামলা ভাঙচুর
    • ওয়াজ মাহফিলে জামায়াতকে ভোট দিবেন না বলায় মুসুল্লীদের প্যান্ডেল ত্যাগ
    • গৌরনদীতে দুলাল রায় দুলু’র শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ ‎
    Top