প্রধান সংবাদ
গৌরনদীতে ব্যবসায়ীর প্রায় ৩ লাখ টাকা ছিনতাই’র অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারের মরিয়ম ষ্টোরের মালিক ও বার্থী গ্রামের মজিবর হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে তিন লাখ টাকা ছিনতাই’র অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর পৌণে ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার নিলখোলা এলাকায় এ ছিনতাই’র ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের হামলায় আহত ব্যবসায়ী মাসুদ হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী মাসুদ হাওলাদার অভিযোগ করে বলেন, দোকানের মালামাল ক্রয়ের জন্য আমি নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে নিজের মোটর সাইকেল যোগে গতকাল শনিবার দুপুরে টরকী বন্দরের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে দুপুর পৌণে ২টার দিকে নিলখোলা ব্রিজের দক্ষিণ ঢালে পৌছিলে তিনটি মোটর সাইকেলে ৫/৬ জন ছিনতাইকারী আমার মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর তারা আমার ওপর হামলা চালিয়ে শার্ট ও প্যান্টের পকেট তল্লাসি চালিয়ে পকেট থেকে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আমি ডাকচিৎকার করলে এবং ছিনতাইকারীদের বাধা দিলে আমাকে পিটিয়ে জখম করে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ব্যবসায়ী লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।