বরিশাল
গৌরনদীতে অপহরনের একমাস পর দৌলদীয়া থেকে স্কুলছাত্রী উদ্ধার \ অপহরনকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বেজহার থেকে স্কুলছাত্রী অপহরনের একমাস পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদীয়া ঘাট এলাকা থেকে থানা পুলিশ শুক্রবার রাতে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী ইব্রাহীম চোকদারকে (২২) গ্রেফতার করেছে। শুক্রবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরনকারী আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম জানান, মাহিলাড়া এ, এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে গত ১৬ ফ্রেরুয়ারি নিজ বাড়ির পাশ থেকে বখাটে ইব্রাহীম চোকদার অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃতার পিতা অপহরনের পরে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা একটি দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে দৌলদীয়া ঘাট এলাকা থেকে গৌরনদী মডেল থানা পুলিশ দৌলদীয়া পুলিশের সহায়তায় শুক্রবার ভোর রাত ৪টার দিকে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করে। অপহৃতা অভিযোগ করে বলেন, বখাটে ইব্রাহিম স্কুলে আসা যাওয়ার পথে তাকে উত্যক্ত করেত। বিষয়টি তার অভিভাবকদেরকাছে বিচার দিলে ক্ষিপ্দ হয়ে অপহরনের হুমকি দেয়। গত ১৬ ফেব্রæয়ারি বখাটে ইব্রাহিত তার সহযোগীদের নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে বিভিন্ন স্থানে রেখে জিম্মি করে জোরপূর্বক ধর্ষন করেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, শুক্রবার স্কুল ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপহরনকারী ইব্রাহীম চোকদারকে বরিশাল চীফ জুডিশিয়াল আদালতে হাজির করলে আদালতের বিচারক বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।