প্রধান সংবাদ
উজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের চাকুরীজীবির কন্যা ও গুঠিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এস.এস.সির এক পরীক্ষার্থীকে (১৬) গত শুক্রবার সকালে জোরপূর্বক ধর্ষন করেছে প্রতিবেশী মাহেন্দ্রা চালক বখাটে বেলাল সরদার (২২)। এ ঘটনায় শনিবার সকালে উজিরপুর মডেল থানায় ধর্ষিতা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
ধর্ষিতার মা জানান, তার স্বামী একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের চাকুরী করার সুবাদে ঢাকায় থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। স্কুলে আসা যাওয়ার পথে তার কন্যাকে (১৬) চাঙ্গুরিয়া গ্রামের বজলু সরদারের বখাটে ছেলে মাহেন্দ্রা চালক লম্পট বেল্লাল সরদার (২২) উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে একাধিকবার বখাটে বেলালকে সাশিয়ে দেয়া হয় এবং তার বাবার কাছে বিচার দেওয়া হয়। এতে বখাটে বেলাল আরো বেপরোয়া হয়ে উঠে। বখাটের ভয়ে পরীক্ষার ২/৩ মাস আগে থেকেই মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ধর্ষিতা এজাহারে উল্লেখ করেন, শুক্রবার সকালে তার মা পাশের বাড়িতে যান। এ সময় সে নিজ বসতঘরে টেবিলে পড়তে ছিল। সকাল ১০টার দিকে বখাটে বেলাল সরদার আকস্মীক ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে তাকে জিম্মি করে জোরপূর্বক তাকে ধর্ষন করে। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশ বা কাউকে বললে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ধর্ষিতার মা বলেন, আমি বাড়িতে ফিরে আসার পরে মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি মামলা দায়েরের সিদ্বান্ত নিলে বখাটে বেলাল তার ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে আমাকে মেয়েকে হত্যার হুমকি দেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় গতকাল শনিবার ধর্ষিতা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি বেলাল সরদারকে গ্রেপ্তার জোর তৎপরতা চলছে।