Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ওয়াজ মাহফিলে জামায়াতকে ভোট দিবেন না বলায় মুসুল্লীদের প্যান্ডেল ত্যাগ

    | ১৭:১০, নভেম্বর ২২ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ওয়াজ মাহফিলের মঞ্চে জামায়াতকে উদ্দেশ করে ভোট না দেওয়ার আহŸান জানালে উপস্থিত অসংখ্য মুসুল্লী প্রতিবাদ জানিয়ে প্যান্ডেল ত্যাগ করেন। এসময় তিনি চলে যাওয়া মুসুল্লীদের উদ্দেশে যারা প্যান্ডেল ছেড়েছেন তাদের চিনেন এবং নজরে রেখেছেন পরবর্তীতে তাদের খরব আছে মন্তব্য করেন যা উপস্থিতদের মধ্যে আরও আতংকের সৃষ্টি হয়। ওয়াজ মাহফিলে রাজনৈতিক মন্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাসুদেবপাড়া মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসা মাঠে আয়োজিত ১৮তম ওয়াজ মাহফিলে ঘটনাটি ঘটে।
    প্রতক্ষ্যদর্শীরা জানান, মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রায় আধাঘন্টা বর্তমান রাজনীতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এক পর্যায়ে সরোয়ার বলেন, ‘বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এবার ফ্যাসিস্টের কারণে আওয়ামী লীগ না থাকায় আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী।’ এসময় তিনি (সরোয়ার) জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরাসরি বিভিন্ন ধরনের মন্তব্য করে ভোট না দেওয়ার আহবান জানিয়ে ‘আর যাকেই ভোট দিন জামায়াতকে কেউ ভোট দিবেন না’ বলেন। সঙ্গে সঙ্গে মুসুল্লীদের একটি বড় অংশ প্রতিবাদ জানিয়ে প্যান্ডেল ত্যাগ করতে শুরু করে। চলে যাওয়া মুসুল্লীদের উদ্দেশ্যে তিনি (সরোয়ার) ‘যারা প্যান্ডেল ছেড়ে চলে গেছেন, তাদের সবাইকে চিনি। আমি নজরে রাখছি। খবর আছে’ বলে মন্তব্য করেন।
    পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে মনে করে মুসুল্লীদের তোপের মুখে তিনি তড়িঘড়ি করে বক্তব্য সংক্ষিপ্ত করে বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে মঞ্চ ত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাহফিলে অংশ নেওয়া কয়েকজন মুসুল্লী বলেন, ‘ওয়াজ শুনতে এসেছি, রাজনীতি না। যখন দেখলাম নির্দিষ্ট দলকে উদ্দেশ করে নেতিবাচক কথা বলা হচ্ছে তখন আর থাকা যায়নি। এমনকি আমরা চলে আসতে গেলে আবার বললেন চিনি, নজরে রাখছি, মাহফিল এগুলো অত্যান্ত দুঃখজনক।’

    এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, ‘আমি টানা তিন বছর তাবলিগ জামাতে বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। সেইসব কথা উল্লেখ করে যখন বক্তব্য রাখছিলাম, তখন সদ্য দুর্গা পূজার সময় জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শনসহ আপত্তিকর বক্তব্য এবং ক্ষমতার লোভে ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করা জামায়াতকে ভোট না দেয়ার জন্য মুসলমান ভাইদের অনুরোধ করেছি। এসময় কয়েকজন জামায়াতের কর্মীরা মাহফিলের প্যান্ডেলে হট্টগোল করতে চেয়েছিলো। পরবর্তীতে তারা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।

    Post Views: ১০৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা
    • প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • সভাপতি জহির সম্পাদক জুলফিকার গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন ও নির্বাচন অনুষ্ঠিত
    • নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    • খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় গৌরনদী  গার্লস কলেজে দোয়া অনুষ্ঠান
    • গৌরনদীতে ব্যবসায়ীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
    Top