গৌরনদী
উপজেলা পরিষদ নির্বাচন তিন উপজেলায় আওয়ামীলীগের প্রার্থীর দৌড়ঝাপ-প্রচারনা, আগ্রহ নেই বিএনপির
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। তফসিল ঘোষনার আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে তিন উপজেলার আওয়ামীলীগ ৩০ নেতা দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পাওয়ার জন্য দৌড়ঝাপ ও প্রচার প্রচারনা শুরু করেছেন। তারা প্রভাবশালী নেতাদের কাছে গিয়ে তদবির ও লবিং করে বেড়াচ্ছে। কেউ কেউ নিজের জনপ্রিয়তা জানান দিতে মাঠে গনসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেকে প্রার্থী ঘোষনা করেছেন। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের বহু অগে থেকেই মাঠ ছাড়া বিএনপির নেতাকর্মীদের মাঝে উপজেলা নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। অনেকেই জানান, কেন্দ্রীয় সিদ্বান্ত হলেও তাদের প্রার্থী হওয়ার কোন আগ্রহ নেই। তাদের মতে দেশের চলমান নির্বাচন পদ্ধতিতে নির্বাচনে অংশ না নেওয়াই শ্রেয়।
বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া উজিরপুর উপজেলার শীর্ষ স্থানীয় নেতারা বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পরে গত ১০ বছরে ভোট প্রয়োগের কোন সুযেগ নেই। প্রতিটি নির্বাচনেই সরকারি দল আওয়ামীলীগ ভোটাধিকার কেড়ে নিয়েছে। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকার আওয়ামীলীগ যে কৌশল অবলম্বন করে ভোট প্রয়োগের ধারা সূচনা করেছেন তাতে নির্বাচনে যাওয়ার মানেই হচ্ছে ইচ্ছাকৃত পরাজয় বরন করা। ভোটাধিকার প্রতিষ্ঠিত না করে নির্বাচন করার কোন সুযোগ নেই। উপজেলা নির্বাচনে দল কেন্দ্রীয়ভাবে অংশ নেওয়ার ঘোষনা করলেও সরকারি দলের একচেটিয়া প্রভাবিত বরিশালের তিন উপজেলায় নির্বাচনে বিএনপি প্রার্থীরা অংশ নিবেন না বলে কেউ কেউ জানান।
২০১৪ সালের উপজেলা নির্বাচনে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় বিএনপি প্রার্থী মাঠে থাকতে পারেন নাই। এমন কি ভোটার মাঠে গিয়ে ভোট না দিয়ে ফেরত আসতে হয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন বলেন, গত নির্বাচনে আমি প্রার্থী ছিলাম কিন্তু একদিনের জন্য মাঠে নামতে দেয়নি। হামলা ও মামলা দিয়ে হয়রনী করা হয়েছে। এবারেও নির্বাচনী পরিবেশ আরো ভয়াবহ হবে বলে অশংকা করেন তিনি। গৌরনদী উপজেলা ও বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম বলেন, আমি নির্বাচনী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম কিন্তু আমাকে মাঠে থাকতে দেয়া হয়নি। ভোটারদের ব্যালট ছিনিয়ে নেওয়া হয়েছে। আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরা হয়। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন তালুকদার বলেন, বিগত নির্বাচনে আমি আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলাম ক্ষমতাসীন আওয়ামীলীগ আগের রাতেই ভোট গ্রহন শেষ করেছে। এবারে যে পরিবেশ তাতে নির্বাচনে না যাওয়াই শ্রেয় মনে করি। উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার ওরফে মান্নান মাষ্টার বলেন, আওয়ামীলীগের ক্ষমতা গ্রহনের পরে দুই উপজেলা নির্বাচনে আমি উজিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলাম। অতীতের অভিজ্ঞাতায় এবারে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই। নির্বাচনে দল কেন্দ্রীয়ভাবে অংশ নিলেও আমাদের মধ্যে কারোরই আগ্রহ নেই।
উপজেলা নির্বাচন নিয়ে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাদের সঙ্গে কথা বলে সম্পূর্ন ভিন্ন চিত্র পাওয়া গেছে। এ তিন উপজেলায় উপজেলা নির্বাচনে প্রার্থী হতে নেতাকর্মীরা দৌড়ঝাপ শুরু করেছেন। তাদের মধ্যে শুরু হয়েছে এক ধরনের প্রতিযোগীতা। নির্বাচনকে সামনে রেখে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীতা ঘোষনার পাশাপাশি চলছে গনসংযোগ। কেন্দ্রীয় নেতাদের সান্বিন্ধ পেতে লবিং ও গ্রæপিং চালাচ্ছেন নেতারা। সমানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চালানো হচ্ছে প্রচারনা।
গৌরনদীতে মনোনয়ন পাওয়ার প্রত্যশায় প্রচার প্রচারনা চালাচ্ছেন চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, যুগ্ম-সম্পাদক উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী বিআরডিবি’র চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেল্ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম দিলীপ। ভাইস চেয়ারম্যান পদে পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার, সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন, আওয়ামীলীগের সদস্য মামুন মোল্লা, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন। মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা আক্তার, প্রায়ত উপজেলা চেয়ারম্যান মো. শাহ-আলম খানের সহধর্মিনী মাহবুব আরা শাহিন, উপজেলা মহিলা আ’লীগের সাবেক সভাপতি জিনিয়া আফরোজ হেলেন। উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন বলেন, ছাত্র জীবন থেকে শুরু করে ৪০ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আশা করি নিবেদিত কর্মি হিসেবে আমাকে মনোনয়ন দিবেন।
আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচনে মাঠ দাবরিয়ে বেড়াচ্ছেন সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রইচ সেরনিয়াবাত, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম মোর্তুজা খান, উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সদস্য রুস্তুম সেরনিয়াবাত। ভাইসচেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান মো. জসিম সরদার, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. ফরহাদ তালুকদার। মহিলা ভাইসচেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রায়, সাবেক ভাইসচেয়ারম্যান শেফালী রানী।
উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাম্ভব্য প্রার্থী হিসেব প্রচারনা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু। ভাইসচেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান অপূর্ব বাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান সীমা রানী শীল ও উপজেলা মহিলালীগের নেত্রী বিউটি আক্তার।